রোয়াংছড়ি আওয়ামীলীগের সভাপতি চহ্লামং মারমা, সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা রাঙামাটি জেলা প্রশাসনের বাজার মনিটরিং; জরিমানা আদায় বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের মনে ভয়ের সঞ্চার হচ্ছে-ওয়াদুদ ভূইয়া জেলা প্রশাসকের অক্লান্ত চেষ্টায় তৈরি হল কলাগাছের সুতা থেকে দৃষ্টিনন্দন শাড়ী মুক্তি পেলেন অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। হার দিয়ে শুরু রাঙামাটি অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের, ১৬ জানুয়ারী সোমবার ইয়ং টাইগার্স বিসিবি অনুর্ধ্ব ১৬ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২৩ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের নোয়াখালী স্টেডিয়ামে 'বি' গ্রুপের খেলায় লক্ষীপুর জেলা দলের কাছে ৮ উইকেটে পরাজিত হয় রাঙামাটি জেলা দল।
রাঙামাটি
তাদের
প্রথম
ম্যাচে
লক্ষীপুর
জেলা
দলের
সাথে
টস
জিতে
প্রথমে
ব্যাট
করার
সিদ্ধান্ত
নেয়। রাঙামাটি জেলা দল ১৪.২ ওভারে ৬১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। রাঙামাটির সাজ্জাদ মিয়া সর্বোচ্চ ২০ রান করেন।লক্ষীপুরের
পক্ষে
আফিফ
৪
উইকেট
লাভ
করেন। মধ্যাহ্ন বিরতির পর লক্ষীপুর জেলা দল ৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে ৮ উইকেটের বড় জয় লাভ করে। রাঙামাটি পক্ষে মনির ও অয়ন ১ টি করে উইকেট নেন। আগামী ২০ জানুয়ারী চট্টগ্রাম জেলার সাথে ও ২১ জানুয়ারী কুমিল্লা জেলার সাথে রাঙামাটির বাকী দুটি ম্যাচ রয়েছে।
রাঙামাটি দলের সাথে সাইফুল আলম রাশেদ ম্যানেজার ও মহিতোষ দেওয়ান কোচ হিসেবে রয়েছেন।