সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে একটি বিশেষ অভিযানে অবৈধভাবে নিয়ে আসা সিগারেটসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে পুলিশ অভিযান পরিচালনা করে ১৫০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ বিদর্শন বড়ুয়া (৪৩)কে আটক করে । আটক বিদর্শন বড়ুয়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কোটবাজার ৮নং ওয়ার্ড এর হলুদিয়া পালং এলাকার মৃত অরেন্দ্র বড়ুয়ার ছেলে ।
সুত্রে জানা যায়, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে একটি অভিযানে অবৈধ পথে সীমান্ত দিয়ে বিদেশি সিগারেট নিয়ে আসার সময় বিদর্শন বড়ুয়াকে আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করে পুলিশ। ঘটনাস্থলে তল্লাশি করে ১৫০০প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু কুমার সাহা জানান, আটক বিদর্শন বড়ুয়া এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে, মাদক বিরোধী সাড়াশি এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান ওসি।