বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫

খাগড়াছড়িতে ঠান্ডাজনিতসহ অন্যান্য রোগে নভেম্বর মাসে ১১ শিশুর মৃত্যু

প্রকাশঃ ০৬ ডিসেম্বর, ২০২২ ০৩:০৮:১০ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১১:৩৪:২৭  |  ১৬৮৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ঋতু পরিবর্তনের প্রভাবে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতাল গুলোতে। মঙ্গলবার দুপুর ১ টা পর্যন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চলতি মাসে ৫০ জন শিশু ভর্তি হয়েছে। তাদের অধিকাংশ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত।

খাগড়াছড়ি সদর হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে, প্রতিদিন গড়ে ১ শ থেকে ১ শ ২০ শিশু রোগী বহিঃবিভাগে চিকিৎসা নিচ্ছে। ডিসেম্বর মাসে ৫ দিনে ৪২ জন শিশু নিউমোনিয়া, ডায়রিয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। গেল নভেম্বর মাসে শিশু ওয়ার্ডে ৪শ ১ জন রোগী চিকিৎসা নিয়েছে। তন্মধ্যে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৫ জন, রক্তে ইনফেকশন জনিত রোগে ৩ জনসহ মোট ১১ শিশুর মৃত্যু হয়েছে।

মাটিরাঙ্গা থেকে নাতনিকে নিয়ে আসা রোগীর স্বজন নাজমা বেগম বলেন, গেল ৪ ডিসেম্বর থেকে কাশি ও কফ থাকায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার পরিবর্তন না হওয়ায় আজ (মঙ্গলবার) খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, গেল নভেম্বরের চেয়ে ডিসেম্বরের এক সপ্তাহে শিশু ওয়ার্ডে রোগীর চাপ বাড়ছে। আবহাওয়ায় ঠান্ডা ও গরম দুই ধরণের প্রভাব থাকায় সর্দি, কাশি, কফ ও পাতলা পায়খানার লক্ষণে রোগীর বাড়ছে। এ ধরণের রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions