সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। রাঙামাটির কাউখালীতে পার্বত্য অঞ্চলে রেশম চাষ সম্প্রসারণ বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ফিল্ড সুপারভাইজার ফরিদা পারভিন এর সঞ্চালনায়, পার্বত্য অঞ্চলে প্রকল্প পরিচালক সিরাজুর রহমানের সভাপতিত্বে,উপজেলা অটোটরিয়াম হল রুমে রাঙামাটি রেশম সম্প্রসারন কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শ্যাম কিশোর রায়।
বিশেষ অতিথি ছিলেন,কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী,কাউখালী থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী সহ রেশম উন্নয়ন বোর্ডের পার্বত্য অঞ্চলের কর্মকর্তারা।
সেমিনারে বক্তারা বলেন, আমাদের সবার প্রচেষ্টাতে পাহাড়ে রেশমচাষ বৃদ্ধি করা সম্ভব। রেশম চাষ যদি বিজ্ঞান সম্মত পদ্ধতিতে করা হয় তাহলে চাষীরা কয়েক গুণ বেশি লাভবান হবেন। তা ছাড়া, পাহাড়ি জমিতে বিজ্ঞানসম্মত ভাবে গাছ লাগানো হলে এক দিকে বন সৃজন হবে আর বাড়বে রেশন উৎপাদনের লক্ষ্যমাত্রা, অন্য দিকে স্থানীয় মানুষের জ্বালানি কাঠের জোগানও মেটাবে পুরানো অর্জুন গাছগুলিই। তাই সবাইকে এই শিল্পে এগিয়ে আশার আহব্বান জানান বক্তারা।