পাহাড়ে লিঙ্গ বৈচিত্র্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে অ্যাফাসার পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ বাতিলের সিদ্ধান্তে নিন্দা পিসিপি ও এইচডব্লিউএফর বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত, চমেক প্রেরণ বান্দরবানে অনুদানের চেক বিতরণ করলো জেলা প্রশাসক কমিটি প্রতিবেদন দেয়ার পর রামগড় স্থলবন্দরেরর বিষয়ে সিদ্ধান্ত: এম শাখাওয়াত
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি।খাগড়াছড়ির রামগড়ে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানের সময় হামলা করেছে চোরাকারবারিরা। বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে অবৈধ ভাবে গরু পাচারের সময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদদের আটক করতে গেলে পালানোর সময় হামলা চালানো হয়। এ সময় বিজিবি সদস্যরা মাঈন উদ্দিন ও মোবারক হোসেন নামে ২ চোরাকারবারিকে আটক করে এবং ২ টি গরু জব্দ করে।
বিজিবির সূত্র জানায়, ৪৩ বিজিবির রামগড় বিওপি'র হাবিবুল্লাহর চর নামক স্থানে ৬-৭ টি গরু সীমান্ত নদী পার করে আনতে দেখে টহল দল। বিজিবির টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা রামগড় শহরের দিকে দৌড়ে পালাতে থাকে। এ সময় পুরাতন সিনেমা হল এলাকায় বিজিবি সদস্যদের ওপর ইট পাটকেল ছুঁড়ে মারে। বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ২ টি গরু সহ ২ জনকে আটক করে। আটককৃতদের রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত গরু ২ টির বাজার মূল্য ৮০ হাজার টাকা।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে এর আগে মাদক আইনে মামলা রয়েছে।