পাহাড়ে লিঙ্গ বৈচিত্র্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে অ্যাফাসার পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ বাতিলের সিদ্ধান্তে নিন্দা পিসিপি ও এইচডব্লিউএফর বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত, চমেক প্রেরণ বান্দরবানে অনুদানের চেক বিতরণ করলো জেলা প্রশাসক কমিটি প্রতিবেদন দেয়ার পর রামগড় স্থলবন্দরেরর বিষয়ে সিদ্ধান্ত: এম শাখাওয়াত
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির রজত জয়ন্তী উপলক্ষে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা অফিসার্স ক্লাবে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
জেলা সদরের শতাধিক দরিদ্র ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীর মাঝে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
অপরদিকে, চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে জেলা গণগ্রন্থাগারে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।