পাহাড়ে লিঙ্গ বৈচিত্র্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে অ্যাফাসার পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ বাতিলের সিদ্ধান্তে নিন্দা পিসিপি ও এইচডব্লিউএফর বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত, চমেক প্রেরণ বান্দরবানে অনুদানের চেক বিতরণ করলো জেলা প্রশাসক কমিটি প্রতিবেদন দেয়ার পর রামগড় স্থলবন্দরেরর বিষয়ে সিদ্ধান্ত: এম শাখাওয়াত
সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ডিসেম্বর) সকাল ১১টায় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মহান বিজয় দিবস-২০২২ ইং যথাযথভাবে উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্ত আকিব ওসমান এর সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী (ঝান্টু), মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী নিয়ে আলোচনা করেন।