আগামী ১১ই ফেব্রুয়ারী শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমে বিশ্বশান্তি গীতাযজ্ঞ প্রকৃতি পর্যবেক্ষণ করলেন গুইমারা সরকারি কলেজ রোভার সদস্যরা আলীকদমের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিজিবির অভিযানে ৩৭ টি গরু উদ্ধার কলাগাছের আঁশ থেকে সুতা উৎপাদন ও কাপড় বুননের প্রশিক্ষণ শুরু সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে দীপংকর তালুকদার এমপি’র শোক
সিএইচটি টুডে ডট কম, আলীকদম(বান্দরবান)। বান্দরবানের আলীকদম উপজেলায় মুরুং কল্যাণ ছাত্রবাসে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান, পিএসসি।
শনিবার (২৬ নভেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় আলীকদম জোনের অধিনায়ক স্ব-পরিবারে ছাত্রাবাসটি পরিদর্শন করেন। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের পড়ালেখা, থাকা খাওয়ার বিষয়ে নানান সুবিধা-অসুবিধার কথা শোনেন।
ছাত্রবাস পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণের সময় জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান,পিএসসি বলেন- মুরুং জনগোষ্ঠীর শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে সেনা জোন কাজ করে যাচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হলে পাহাড়ে শিক্ষার আলো জ্বালবে। স্কুলজীবন শেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ভাল চাকরি করে যখন নিজের যোগ্য স্থানে বসবে, তখন আমি তথা আলীকদম জোন সার্থক হবে। ছাত্রাবাসটি পরিদর্শণকালে জোন কমান্ডারের পরিবারবর্গও উপস্থিত ছিলেন।