আগামী ১১ই ফেব্রুয়ারী শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমে বিশ্বশান্তি গীতাযজ্ঞ প্রকৃতি পর্যবেক্ষণ করলেন গুইমারা সরকারি কলেজ রোভার সদস্যরা আলীকদমের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিজিবির অভিযানে ৩৭ টি গরু উদ্ধার কলাগাছের আঁশ থেকে সুতা উৎপাদন ও কাপড় বুননের প্রশিক্ষণ শুরু সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে দীপংকর তালুকদার এমপি’র শোক
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। শান্তি চুক্তির ২৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে লংগদু জোন কর্তৃক লংগদু জোন সদর ফুটবল মাঠে আজ শনিবার একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি।
প্রীতি ফুটবল ম্যাচটি লংগদু ইউনিয়ন এবং মাইনীমুখ ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়।অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই ফুটবল ম্যাচে লংগদু ইউনিয়ন মাইনীমুখ ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জোন কমান্ডার, লংগদু জোন উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সমাপনী বক্তৃতায় জোন কমান্ডার, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর ধারাবাহিকতা বজায় রাখা এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
পার্বত্য শান্তিচুক্তির ২৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই ফুটবল ম্যাচটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় জোন কমান্ডার, লংগদু জোন উভয় দলের সকল খেলোয়াড় এবং উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।