রাঙামাটি জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন
সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক সোহেল ও কোষাধ্যক্ষ আমিনুল
প্রকাশঃ ২১ নভেম্বর, ২০২২ ০৯:০০:১৭
| আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৭:০২:০৭
|
১৪১০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরারএসোসিয়েশনের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১০/০৯/২০২২ ইংতারিখে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য সচিব সয়লাব হোসেন টুটুল। গঠিত কমিটি রাঙামাটি জেলা শাখার ২০২২-২০২৫ মেয়াদে কার্যক্রম পরিচালনা করবে।
রাঙামাটি জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার এসোসিয়েশনের নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি পদে মোঃ হান্নান, সাধারণ সম্পাদক পদে মোঃ নাছির উদ্দিন সোহেল এবং কোষাধ্যক্ষ পদে মোঃ আমিনুল ইসলাম নির্বাচিত হন।
১৭সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ জেলা কমিটিতে যারা আছেন তারা হলেন সভাপতি মোঃহান্নান, সহ-সভাপতিশফিউল আজম, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা(পদাধিকার বলে), সহ-সভাপতি জয়জিত খীসা নতুন, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন (সোহেল), সহ সাধারণ সম্পাদক মোঃ নুরউদ্দিন সোহাগ, কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ হাসান, কার্য নির্বাহী সদস্য মিথুল দেওয়ান, ক্রিকেট উপ পরিষদের সদস্য সচিব (পদাধিকার বলে), স্বর্নেন্দু ত্রিপুরা, হাসানউদ্দিন, শোয়েব উদ্দিন পিপলু, এস এম ফরিদ উদ্দিন, মোঃমঈন উদ্দিন, অমিত দেওয়ান, মোঃএরফানুল হক রুমেল, চম্পা চাকমা, মোঃ মাসুদ পারভেজ।