সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমনে নিহত বিজিবি সদস্য’র পরিবারকে সহায়তা

প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২২ ০৭:১৮:১১ | আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৩:০০:২১  |  ৫৯১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। রোহিঙ্গা সমস্যা, মিয়ানমার সীমান্ত উত্তেজনা ও চোরাচালান দমনে বিজিবি সদস্যরা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে বলে মন্তব্য করেছেন বিজিবির কক্সবাজার এর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব।

শনিবার (১৯ নভেম্বর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি জোন সদরে ব্যাটালিয়নের অধীনস্থ ভালুখাইয়া বিওপিতে সম্প্রতি হাতির আক্রমনে প্রাণ হারানো বিজিবির নায়েব সুবেদার আব্দুল মান্নানের পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা  বিজিবির এ মূলনীতিতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে বিজিবির ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরুপে পালন করে দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার সুমহান দায়িত্ব পালনের প্রতি গুরুত্বারোপ করেন রিজিয়ন কমান্ডার।    
অনুষ্ঠানে গত ১৮অক্টোবর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ভালুখাইয়া সীমান্তে চোরাচালানিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে বন্য হাতির আক্রমনে শহীদ হওয়া বিজিবি’র নায়েব সুবেদার আব্দুল মান্নান এর পরিবারকে লামা বন বিভাগের পক্ষ থেকে ৩লক্ষ টাকার চেক এবং বিজিবির পক্ষ থেকে নগদ ১লক্ষ টাকার সহায়াতা প্রদান করা হয়।

এসময় বিজিবির কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ, নাইক্ষ্যংছড়ি বিজিবির অধিনায়ক মো: রেজাউল করিম, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মনজুরুল কবীর, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সামছুদ্দিন মো:রেজা, লামা বন বিভাগের সহকারি বন সংরক্ষক খন্দকার গিয়াস উদ্দিন,নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল আলমসহ বিজিবি ও বন বিভাগের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ১৮অক্টোবর রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ভালুখাইয়া সীমান্তে মিয়ানমার থেকে চোরাকারবারীরা গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে,এসময় পথিমধ্যে বন্যহাতির একটি দল বিজিবির টহল দলের সামনে পড়লে বাকিরা পালিয়ে রক্ষা পেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions