বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২২ ০৫:৫৮:৪৬
| আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৩৫:০৭
|
৭০৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (রবিবার) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশসহ বান্দরবানের ৭ উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বান্দরবানের বিগত মাসের জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য পেশ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় তিনি সম সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম বলেন, বান্দরবানের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেশ ভালো রয়েছে। অক্টোবর মাসে বান্দরবানের ৭টি উপজেলায় মোট ৫৬ টি মামলা রুজু হয়েছে এবং মামলার প্রেক্ষিতে পুলিশ এই বিষয়ে কাজ করছে। এসময় পুলিশ সুপার পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহবান জানান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানের সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী বলেন, বান্দরবানে হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গু , ম্যালেরিয়া, নিউমোনিয়াসহ শীতকালীন বিভিন্ন রোগব্যাধী। এসময় সিভিল সার্জন আরো বলেন, এই বছর এই পর্যন্ত সারাদেশে ১৫ হাজার ম্যালেরিয়া রোগী সনাক্ত হয়েছে যার মধ্যে বান্দরবানে ১২ হাজার রোগী রয়েছে। তিনি আরো বলেন, দিন দিন বান্দরবানে ম্যালেরিয়া রোগ বিস্তার করছে এবং তার পাশাপাশি মশার বংশ বিস্তার এর মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে অনেকেই। এসময় সিভিল সার্র্জন সবাইকে রোগব্যাধি থেকে মুক্ত থাকতে সর্র্তক থাকা এবং কোন রোগের উপসর্গ দেখা দিলে নিকতস্থ ডাক্তারের শরনাপন্ন হতে আহবান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পর্যটন শহর বান্দরবানকে সাজাতে নতুনভাবে পরিকল্পনা নেয়া হচ্ছে, পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং দর্শনীয় স্থানগুলোকে আগামীতে আরো আধুনিকায়ন করা হবে।
এসময় মন্ত্রী আরো বলেন, পর্যটন নগরী বান্দরবানে পর্যটকরা এসে যাতে স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারে সেই জন্য মহাসড়ক সহ অভ্যন্তরীন সড়ক গুলোর উন্নয়ন কাজ চলমান রয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আগামীতে পার্বত্য এলাকার পর্যটন ক্ষেত্রে ব্যাঁপক সাফল্য পরিলক্ষিত হবে। এসময় তিনি আরো বলেন, আগামীতে পর্যটনখাতে আরো এগিয়ে যাবে বান্দরবান, আর বান্দরবানের অর্থনৌতিক অবস্থার উন্নয়ন হবে এর পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করেছেন আর তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার আর্দশে বাংলাদেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।