নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাধীন যোগ্যাছোলার ইউনিয়নের অন্তর্গত আসাদতলী এলাকার হালদা নদী ও তার উপ-শাখায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ১ লাখ ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আসাদতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ১১ ধারায় অপরাধ ১৫(১) ধারায় স্থানীয় বালু ব্যবসায়ী মুছা মিয়াকে ৫০ হাজার ও আব্দুল মতিনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে সম্পৃক্তদের ছাড় দেয়া হবে না। সেই এ ধরণের কাজের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।