শুক্রবার | ২৭ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৬:১০:৪৮ | আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ ০৮:০৮:০৭  |  ১৫৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ (রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতি) বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আশিকা কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

রাঙামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক। আব্দুর রহিম আকাশের সঞ্চালনায়- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ মিয়া চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, স্বৈরাচার সরকার ১৫ বছরে যানবাহনের পুরো সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। ট্রাক মালিক/চালকরা দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এই সেক্টরের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বক্তারা।
পরে বিভিন্ন সময় নিহত শ্রমিকদেও পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions