পার্বত্য চট্টগ্রাম নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনে আলাদাভাবে তথ্য জমা দেয়া হবে
প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৫:৪৫:৪৩
| আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৭:০৪:৩৫
|
২৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আলাদা একটা চ্যাপ্টার বা তথ্য কমিশনে জমা দেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। তিনি বলেন- পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য ও শিক্ষাকে আমরা অগ্রাধিকার দিতে চাই। এই দুটোকে গুরুত্ব দিলে অনেক কিছুর সমস্যার সমাধান করা সম্ভব। আমরা আমাদের কমিশনের চেয়ারম্যানকে নিশ্চয়ই রাজী করাতে পারবো যে, আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আলাদা একটা চ্যাপ্টার এখানে দেওয়ার চেষ্টা করবো। এছাড়া সুনির্দিষ্টভাবে জনপ্রশাসন বা পাবলিক সার্ভিস ডেলিভারি সিস্টেম উন্নত করার জন্য যা যা করা করার দরকার সেটা আমরা করবো।
আজ রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এসব কথা বরেন তিনি। সভায় বক্তব্য রাখেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোঃ হাফিজুর রহমান ভূঞা, ফিরোজ আহমেদ ও মেহেদী হাসান।
বেলা এগারোটায় শুরু হয়ে তিনঘন্টাব্যাপী চলা এই মত বিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, রাঙামাটি পুলিশ সুপার, তিন জেলার সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় রাজনৈতিক প্রভাবমুক্ত, গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে গণ্যমান্য ব্যক্তিদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে।এছাড়া জেলা পরিষদের অধীনে সব ধরণে নিয়োগ জেলা প্রশাসক ও জাতীয় পর্যায় থেকে স্থানীয়দের নিয়োগের দাবি তোলা হয়েছে।
আর পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য দূর করে যথাসময়ে সব ক্যাডারদের যথাযথ পদোন্নতি নিশ্চিত করার দাবী তুলেছেন কর্মকর্তারা।প্রয়োজনে পদায়নের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্মদক্ষতা বিচারে নিতে পারে। তবে জেলা প্রশাসকরা বলেছেন-রাজনৈতিক হস্তক্ষেপমূক্ত হলে জেলা প্রশাসকরা স্বাধীন ও নিরপেক্ষভাবে দেশের জন্য কাজ করতে পারবে।