প্রকাশঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৬:১০:৪৮
| আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ ১১:৫৭:২২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ (রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতি) বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আশিকা কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
রাঙামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক। আব্দুর রহিম আকাশের সঞ্চালনায়- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ মিয়া চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচার সরকার ১৫ বছরে যানবাহনের পুরো সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। ট্রাক মালিক/চালকরা দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এই সেক্টরের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বক্তারা।
পরে বিভিন্ন সময় নিহত শ্রমিকদেও পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।