মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০২২ ০৯:২০:০৩ | আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬:৩৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাধীন যোগ্যাছোলার ইউনিয়নের অন্তর্গত আসাদতলী এলাকার হালদা নদী তার উপ-শাখায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে লাখ ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। 

 

সোমবার ( নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আসাদতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ১১ ধারায় অপরাধ ১৫() ধারায় স্থানীয় বালু ব্যবসায়ী মুছা মিয়াকে ৫০ হাজার আব্দুল মতিনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়

 

প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে সম্পৃক্তদের ছাড় দেয়া হবে না। সেই ধরণের কাজের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ


   

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions