সোমবার | ০৬ মে, ২০২৪

জুরাছড়িতে পুষ্টি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৯ জুলাই, ২০২০ ১২:২৩:৫৫ | আপডেটঃ ০৬ মে, ২০২৪ ০৩:৪৭:৩৫  |  ১২০২
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জুরাছড়ি উপজেলাই বাৎসরিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেসরকারী উন্নয়ন সংস্থা জুম ফাউন্ডেশনের উদ্যোগে এবং লিডারশীপ টু এনসিউর এড্ইকুয়েট নিউট্রিশন (নীল) প্রকল্প আওতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালা আয়োজন করা হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা জুম ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী উদ্বভাসন চাকমার সঞ্চলনায় কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহিনী কুমার চাকমা, দুমদুম্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅনন্যা চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, দেশের পাবর্ত্য অঞ্চলে এখনো দারিদ্রতার মধ্যে রয়েছে। প্রান্তিক নারী ও শিশু বছর বছর জুড়ে পুষ্টি হীনতায় বিভিন্ন ভাবে শারীরিক সমস্যায় সমূখিন হতে হচ্ছে। সুতরাং প্রান্তিক জনগোষ্ঠীদের সঠিক ভাবে পুষ্টি তথ্য পৌছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা গুলোকে দৃশ্যমান কাজ করার আহ্বান জানান।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions