মঙ্গলবার | ০৭ মে, ২০২৪
বান্দরবানে

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন

প্রকাশঃ ২৯ জুলাই, ২০২০ ০৮:৪০:২৭ | আপডেটঃ ০৭ মে, ২০২৪ ০২:১১:১৪  |  ৯৬১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিবেশ অধিদপ্তর,বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের উদ্যোগে বান্দরবান সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ২৯ জুলাই (বুধবার) সকাল থেকে বান্দরবান শহর মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়, বান্দরবন সরকারি উচ্চ বিদ্যালয় এবং বান্দরবান কালেক্টটরেট স্কুল এন্ড কলেজে এ বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ অভিযানে বিদ্যালয় চত্বরে কয়েকটি ফলদ,বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয় এবং উপস্থিত সবাইকে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে উপহার স্বরুপ গাছের চারা বিতরণ করা হয়।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ,কে,এম, ছামিউল আলম কুরসি জানান,এমনিতেই বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। পাশাপাশি জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের এ বৃক্ষরোপণ অভিযান, ভবিষ্যতে এ ধরণের বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions