মঙ্গলবার | ০৭ মে, ২০২৪

নানা আয়োজনে বাঘাইছড়িতে মহান বিজয় দিবস পালিত

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০১৯ ০৭:০৭:০১ | আপডেটঃ ০৬ মে, ২০২৪ ০৬:০৩:২৪  |  ১০৪৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নানা আয়োজনে রাঙামাটির বাঘাইছড়িতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটির  শুরুতেই ৩১ বার তোপধ্বনি ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সুর্যোদয়ের সাথে সাথে  জাতির শ্রেষ্ঠ সন্তানদের  শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে স্মরণ করেন  বীর মুক্তিযোদ্ধা, উপজেলা  প্রশাসন, সরকারী, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।

এর পর জাতীয় পতাকা উত্তলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আহসান হাবিব জিতু। পরে পুলিশ ও আনসার বাহিনীর সুসজ্জিত দল এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পরে  জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানার ওসি এম এ মনজুর,  মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর সবুরসহ প্রশাসনিক ও রাজনৈতিক কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions