শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের শিবচতুর্দ্দশী পূজা উদযাপন

প্রকাশঃ ০৫ মার্চ, ২০১৯ ০৭:৪৩:১৩ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১২:৫৯:০১  |  ৭৪০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে সনাতন ধর্মালম্বীরা উদযাপন করেছে শিবচতুর্দ্দশী পূজা (শিব পূজা)।

শিবচতুর্দ্দশী পূজা উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকে প্রতিটি সনাতন ধর্মালম্বী পরিবারে বইতে থাকে আনন্দের বন্যা। সন্ধ্যা ৬টা থেকে মন্দিরে মন্দিরে ও বাড়ীতে বাড়ীতে শুরু হয় শিব ঠাকুরকে স্মান করার উৎসব। বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে পুরোহিত শংকর চক্রবর্তীর পূজা পরিচালনায় ভক্তরা উপস্থিত হয়ে শিব পূজা করে।

এসময় সনাতনী সম্প্রদায়ের নারী ও পুরুষেরা সারাদিন উপবাস শুরু করে শিবের মাথায় ফুল,বেল পাতা,দুধ, ডাবের পানি, মধু,গঁঙ্গা জল ঢেলে ব্রত পালন করে।

সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস চতুর্দশীর এই দিনে উপবাস করে শিব ঠাকুরের পূজা করে কোন ইচ্ছা প্রকাশ করলে তার ফল পাওয়া যায়, আর এই বিশ্বাস থেকে আদিকাল থেকে সনাতন ধর্মালম্বীরা এই শিবচতুর্দ্দশী পূজা( শিব পূজা) করে আসছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions