শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

অগ্নিকান্ড মোকাবেলায় বান্দরবানে মহড়া অনুষ্ঠিত

প্রকাশঃ ০৩ ডিসেম্বর, ২০১৮ ০৫:২৮:২৮ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৭:১৩:৩২  |  ৮৫২
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। অগ্নিকান্ড মোকাবেলা বিষয়ে জন-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে মহড়া অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান সদরের মারমা বাজারের আহমদ্দিয়া বস্তিতে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এই অগ্নি মহড়া ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এসময় মহড়ায় স্থানীয় জনসাধারণকে অগ্নিকান্ডের বিষয়ে সর্তক করা হয় এবং যে কোন দুর্ঘটনা থেকে মুক্তি পাবার কৌশল সর্ম্পকে বিশদ ধারণা দেয়া হয়। অগ্নিকান্ড সংগঠিত হলে জনসাধারণকে আতংকিত না হয়ে সকলকে সাহসের সাথে ও কৌশলের মাধ্যমে সঠিকভাবে আগুন নেভানোর আহবান জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন কিভাবে নেভাতে হবে এবং অগ্নিকান্ড সংগঠিত হলে প্রাথমিকভাবে আগুন নেভানো না গেলে দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফোন করার আহবান  জানান।  

মহড়ায় বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ ফরহাদ উদ্দীনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং মারমা বাজারের আহমদ্দিয়া বস্তির জনসাধরন অংশ নেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions