মঙ্গলবার | ০৭ মে, ২০২৪

কাপ্তাইয়ে ১০ টাকার চাল বিতরণ উদ্বোধন

প্রকাশঃ ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১২:১৭:২৩ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ১০:৪৯:৩৪  |  ৭৪৫
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উদ্বোধন করা হয়েছে স্বল্প মূল্যের খাদ্যসশ্য বিতরণ কার্যক্রম। যার মাধ্যমে হতদরিদ্র পরিবারসমূহ ৩মাসে পাবে ১০টাকা দরে ৩০কেজি করে ৯০কেজি চাউল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা রিপু চাকমা। পরে দিনব্যাপী এই খাদ্যসশ্য বিতরণ করেন, কাপ্তাইয়ের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও ডিলার হাজী কবির আহাম্মদ (অবঃ সার্জেন্ট)।

ডিলার হাজী কবির আহাম্মদ জানান, প্রতি সোম, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাল বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও বলেন, আজ সুষ্ঠ ও সুন্দরভাবে চাউল বিতরণ করতে সক্ষম হয়েছি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions