সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠির ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবী উপলক্ষে রাঙামাটিতে তিন দিনের বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেলে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনষ্টিটিউট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। আগামী ৭ এপ্রিল পর্যন্ত মেলা চলবে।
বৈসাবী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদযোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। বিভিন্ন পাহাড়ী নারী পুরুষ ব্যানার ফেষ্টুন নিয়ে র্যালীতে অংশ নেয়। র্যালীর নেতৃত্ব দেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। শহরের প্রধান সড়ক ঘুরে র্যালীটি রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ইনস্টিটিউটের মেলা প্রাঙ্গণে শেষ হয়। মেলা উদ্বোধনের পর ১৩টি পাহাড়ী জনগোষ্ঠির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি সেনা সদর জোনের কমান্ডার লেঃ কর্ণেল রেদোয়ানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চেীধুরী, জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য চানমুনি তংচঙ্গ্যা, জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখো, পাংখোয়া জনগোষ্ঠীর লাল চুয়াচ লিয়ানা পাংখোয়া’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেলায় পাহাড়ীদের বিভিন্ন ঐতিহ্যবাহী কৃষ্টি ও সাংস্কৃতির পসরা সাজিয়ে ৩০টি ষ্টল বসেছে। তিন দিনের এই মেলায় পাহাড়ি শিশুদের চিত্রাংকন, আলোকচিত্র প্রদশনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান পরিবেশনার আয়োজন রয়েছে।
উল্লেখ্য, বাংলা বছরের বিদায়ে চৈত্র সংক্রান্তি তে আগামী ১২ এপ্রিল পাহাড়ী জনগোষ্ঠির ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবি শুরু হবে।