শনিবার | ২৮ ডিসেম্বর, ২০২৪
রাঙামাটির বেতবুনিয়ায় সজীব ওয়াজেদ উপগ্রহ ভু-কেন্দ্র এর উদ্বোধন অনুষ্ঠানে

পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী (ভিডিওসহ)

প্রকাশঃ ৩১ জুলাই, ২০১৮ ০৭:০১:৫৩ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ১০:২২:১৭  |  ৩৪০৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম দু’দশকেরও বেশী সময় ধরে হানাহানি ও সংঘাতে অশান্ত ছিল, ১৯৯৬ সনে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে ১৯৯৭ সনে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে উন্নয়নের ধার উন্মোচন করেছে। তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়নে আমরা নানা কার্যক্রম শুরু করি, আমরা চাই পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং আর্থসামাজিক উন্নয়ন ঘটুক।

আজ মঙ্গলবার সকালে রাঙামাটির বেতবুনিয়ায় সজীব ওয়াজেদ উপগ্রহ ভু-কেন্দ্র এর উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদানকালে একথা বলেন।
এ সময় বেতবুনিয়া উপগ্রহ ভু-কেন্দ্রে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈশিং, রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার গোলাম ফারুক, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কৌম্পানির নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আশিফ আহম্মেদ খান, জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা চেয়ারম্যান এসএমচৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতসহ সামরিক বেসামরিক কর্মকর্তা।

প্রধানমন্ত্রী আরো বলেন, ১৯৭৫ সনের ১৪জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাউখালীর বেতবুনিয়ায় উপগ্রহ ভু কেন্দ্র উদ্বোধন করেন। এর দুই মাস পরেই ঘাতকদের হাতে স্ব পরিবারে নিহত হন বঙ্গবন্ধু ।  তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করছে তারই দোহিত্র সজীব আহম্মদ জয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শুরু করেছিলেন সজীব ওয়াজেদ পর্যন্ত তার লালিত স্বপ্ন পৌছে গেছে।
এদিকে রাঙামাটির বেতবুনিয়ায় ভু উপগ্রহ কেন্দ্রটি বঙ্গবন্ধুর দোহিত্র সজীব ওয়াজেদ উপগ্রহ ভু-কেন্দ্র নামকরন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা।




জাতীয় |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions