সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেছেন, ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারে সৌন্দর্য্য ধরে রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন বাজারটি তিন জেলার বাসিন্দাদের মিলনস্থল হওয়ায় বাজার সকল সমস্যা সমাধানে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
৪ঠা এপ্রিল বুধবার সকালে বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ইউপি চেয়ারম্যান সুশাÍ প্রসাদ তঞ্চঙ্গ্যা, ঞোমং মারমা, উথান মারমা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু জাফর, ইউপি সদস্য নজরুল ইসলাম, নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ শামশুল আলম, সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি বাপ্পা দাশ, অর্থ সম্পাদক টুলু কুমার বড়–য়া, কার্যকরী সদস্য রাজন ঘোষ, মোঃ রবিউল হোসেন, মোঃ ইছহাক, সুমন বড়–য়া, মোঃ শাহ আলম, উজ্জল দে, মোঃ আইয়ুব, জামাল উদ্দিন।
এসময় নবনির্বাচিত সম্পাদক বাঙ্গালহালিয়া বাজার পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানান এবং নির্বাহী অফিসার নবনির্বাচিত কমিটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বরণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ হ্নারামুখ দলীয় কার্যালয়ে গিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।