সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের পরীক্ষার রুটিন বিতরণ

প্রকাশঃ ০৪ এপ্রিল, ২০১৮ ০৯:০৬:২৩ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ০২:০২:১১  |  ১১৮৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার রুটিন বিতরন করেছে জেলা ছাত্রলীগ।

এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শেষে রাঙামাটি সরকারি কলেজ ও রাঙামাটি সরকারি মহিলা কলেজে, ছাত্রলীগের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে রুটিন বিতরণ করা হয়েছে। রুটিন বিতরণের সময় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রাশেদ, এম এন কাউসার রুমী, আরফান আলী, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন টিপুু,রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা, সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


রুটিন বিতরণ শেষে নেতৃবৃন্দরা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার প্রশ্নপত্র ফাঁস করা। প্রশ্নপত্র ফাঁস রোধ প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। তাই প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান নেতৃবৃন্দ। একই সাথে সন্ধ্যার পর এবং পরীক্ষা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর প্রতি ছাত্রলীগের পক্ষথেকে অনুরোধ  জানানো হয়।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions