রবিবার | ২৯ ডিসেম্বর, ২০২৪

পত্রিকার সম্পাদককে হেয় করায় আবুল কাশেম আবুর কার্যকরি সদস্য পদ স্থগিত

প্রকাশঃ ১৭ এপ্রিল, ২০১৮ ১০:১৫:৩৩ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬:০৩  |  ২৫২৯

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। গতকাল সোমবার দুপুরে রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কার্যকরি সদস্য জনাব মোঃ আবুল কাশেম (আবু) কর্তৃক  একজন সংবাদ কর্মীর ছবি প্রদর্শন পূর্বক গাড়িতে না তোলার বিষয়ে কার্য নির্বাহী পরিষদের সিদ্ধান্ত বলে, মর্মে যে বক্তব্য প্রদান করেছেন সেটি সত্য নয় দাবি করে রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজ এক বিবৃতিতে দাবি করেছে।
তিনি আরো বলেন,  এধরনের কোন সাংগঠনিক সিদ্ধান্ত কার্য নির্বাহী কমিটি গ্রহণ করে নাই। কার্যকরি সদস্য মোঃ আবুল কাশেম (আবু) ভূল ও অসত্য তথ্য দিয়ে যে পদক্ষেপ নিয়েছেন সেটি তাহার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং উভয়ের ব্যক্তিগত বিষয়। যাহা কার্য নির্বাহী কমিটির কোন সাংগঠিক সিদ্ধান্ত নহে। ব্যক্তিগত পদক্ষেপের কারণে ভুল ও অসত্য তথ্য দিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করায় কার্যকরি সদস্য জনাব মোঃ আবুল কাশেম (আবু) এর বিরুদ্ধে সমিতির গঠনতন্ত্রের ধারা মূলে অদ্য ১৭/০৪/২০১৮ইং কার্য নির্বাহী কমিটির জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচিত কার্যকরি সদস্য জনাব মোঃ আবুল কাশেম (আবু) এর সদস্য পদ স্থগিত করা হইল।

জাতীয় |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions