সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বাজার ফান্ড এর বন্দোবস্তী ও লীজকৃত ভূমির মেয়াদ ১০বছরের পরিবর্তে ৯৯বছর পর্যন্ত বৃদ্ধি করা এবং তৌজিভুক্ত ভূমিতে সহজ শর্তে ব্যাংকের মাধ্যমে গৃহ ঋণ প্রদানের দাবিতে পার্বত্য জেলা বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবান পার্বত্য জেলার সর্বস্তরের জনগনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বান্দরবানে বাজার ফান্ডের লীজকৃত ভূমির মেয়াদ ১০বছরের পরিবর্তে ৯৯বছর পর্যন্ত বৃদ্ধি করা, সহজ শর্তে ব্যাংক থেকে গৃহ ঋণ প্রদানের ব্যবস্থা করা, বাজার ফান্ডের তৌজিভুক্ত জমিতে বহুতল ভবন নির্মানের অনুমতি প্রদান করা , বাজার ফান্ডের তৌজিভুক্ত ভূমি ক্রয়-বিক্রয় ও হস্তান্তর প্রক্রিয়া সহজ করা , বাজার ফান্ডের তৌজিভুক্ত ভূমির কর যৌক্তিক পর্যায়ে সহনীয় করা এবং বাজার ফান্ড এলাকাকে সম্প্রসারনের জন্য উদ্দ্যোগ গ্রহন করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।
বক্তারা এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনকে দ্রুত সময়ে বান্দরবানে বাজার ফান্ডের লীজকৃত ভূমিগুলোর সুরক্ষা এবং জমির মালিকদের ভবিষ্যত কর্মকান্ডের উন্নয়নে সরকারী সার্বিক সহযোগীতা কামনা করেন।
মানববন্ধনে বাজার ফান্ডের লীজকৃত ভূমিগুলোর মালিকদের পক্ষে বক্তব্য রাখেন সাবিকুর রহমান জুয়েল, মো. নুরুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, মোঃ জাহাঙ্গীর আলম, দৌলতুল কবির খান সিদ্দিকী।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবরে বান্দরবান জেলা প্রশাসক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এর কাছে ৬টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজকেরা।