বুধবার | ০৪ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটির নতুন জেলা প্রশাসক হাবিব উল্লাহ

প্রকাশঃ ০৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৪০:১৪ | আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০২:০০:০৩  |  ৩৩৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানাকে রাঙামাটিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলির পর তার যোগদানের আগেই আবারও নতুন জেলা প্রশাসক পদায়ন করা হয়েছে রাঙামাটিতে৷ এবার জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হলো ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন মোহাম্মদ হাবিব উল্লাহকে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৭ নভেম্বরের প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও জেলার জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে রাঙামাটি জেলায় বদলির আদেশে তাঁর ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বলা হয় প্রজ্ঞাপনে।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ঠাকুরগাঁও জেলায় যোগদান করেন ইশরাত ফারহানা। ২৭ নভেম্বর জারি করা আদেশে ঠাকুরগাঁওয়ে দায়িত্ব পালনের আড়াই মাসের মধ্যেই রাঙামাটির জেলা প্রশাসক হিসেবে বদলি হন ফারজানা। এবার তাঁর বদলির আদেশ বাতিল করে ঠাকুরগাঁওয়ে জেলাপ্রশাসক হিসাবে আদেশাধীন মোহাম্মদ হাবিব উল্লাহকে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মোহাম্মদ হাবিব উল্লাহ অর্থ বিভাগের উপ-সচিবের দায়িত্বে আছেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions