কাল থেকে রাঙামাটির সাজেকে আবারো পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন রাঙামাটির নতুন জেলা প্রশাসক হাবিব উল্লাহ রাঙামাটিতে পৌরপ্রাঙ্গণ মাঠ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন রাঙামাটির ভেদভেদীতে জমি দখল নিয়ে দুই প্রতিবেশীর পাল্টাপাল্টি অভিযোগ এপেক্স ক্লাব অব বান্দরবান এর উদ্যোগে বান্দরবানে বৌদ্ধ অনাথালয়ে কম্বল বিতরণ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আলু, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও অস্বাস্থ্যকর ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে ক্যাব রাঙামাটি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ ঘটিকায় রাঙামাটি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ক্যাব রাঙামাটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মহসীন রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মাইনুদ্দিন মিন্টু, সাংবাদিক মোঃ হান্নান, আল হাছনাইন নুরানী মাদ্রাসার পরিচালক হাফেজ মিজানুর রহমান, শিক্ষক মিলন বড়ুয়া লেদু প্রমূখ ।
বক্তারা বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের মূল্যবৃদ্ধিই সাধারণ ভোক্তাদের জীবন অতিষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। অসাধু ও মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজিতে সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী, যা জনজীবনে অত্যন্ত চাপ সৃষ্টি করছে। এছাড়া বর্তমানে যে প্লাস্টিক ড্রামগুলোতে ভোজ্যতেল বহন করা হয় সে ড্রামগুলো ফুড- গ্রেড নয় এবং স্বাস্থ্যের জন্য অনিরাপদ। তাই ক্ষতিকারক ভোজ্যতেলসহ ওই প্লাস্টিক ড্রামগুলো নিষিদ্ধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করার দাবী জানান বক্তারা।
উক্ত মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।