বুধবার | ০৪ ডিসেম্বর, ২০২৪

শান্তি চুক্তির বর্ষপূর্তিতে লংগদুতে জেএসএসের গণসমাবেশ

প্রকাশঃ ০২ ডিসেম্বর, ২০২৪ ০৫:৫৪:০৩ | আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০১:৫৮:১৩  |  ২১১

সিএইচটি টুডে ডট কম, লংগদু  (রাঙামাটি)। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ( ডিসেম্বর) সকালে উপজেলার বগাচতর ইউনিয়নের চিবেরেগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটির উদ্যোগে শোভাযাত্রা শেষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে জেএসএস লংগদু থানা কমিটির ভূমি কৃষি বিষয়ক সম্পাদক শ্রী বিনয় প্রসাদ কার্বারীর সভাপতিত্বে পিসিপি লংগদু থানা কমিটির সহ-সভাপতি সুদীর্ঘ চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস লংগদু থানা কমিটির সাধারণ সম্পাদক শ্রী মনি শংকর চাকমা।

 

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির লংগদু শাখার সাধারণ সম্পাদক শ্রীমতি নতুনা চাকমা, যুব সমিতির সভাপতি দয়াল কান্তি চাকমা, পিসিপির সাধারণ সম্পাদক রিন্তু মনি চাকমা, উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত শিক্ষক ধীশক্তি চাকমা, বগাচতর ডুলুছড়ি মৌজার হেডম্যান সুনীল কান্তি চাকমা নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জ্যোতি বিকাশ চাকমা প্রমুখ।

 

গণসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেএসএস আঞ্চলিক কমিটির সহ পরিচালক তপন জ্যোতি চাকমা।

 

এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষে ১৯৯৭ সালের দিনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও ২৭ বছরেও এর পূর্ণাঙ্গ রূপ দেখেনি পার্বত্যবাসী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য দাবী জানান গণসমাবেশে বক্তারা।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions