বুধবার | ০৪ ডিসেম্বর, ২০২৪

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দায়ভার অর্ন্তবর্তীকালীন সরকারেরও রয়েছে : উষাতন তালুকদার

প্রকাশঃ ০২ ডিসেম্বর, ২০২৪ ০৬:২২:৫০ | আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩:৪৩  |  ২১৫
ষ্টাফ রিপোর্টার, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭ বছর হলেও সেটি বাস্তবায়ন না হওয়া বেদনাদায়ক, আওয়ামীলীগ সরকারের সাথে শান্তি চুক্তি করা হলেও এটি কোন দলের সাথে চুক্তি করা হয়নি, সরকারের সাথে করা হয়েছে , তাই যে সরকার ক্ষমতায় আসবে তাদের উপর চুক্তি বাস্তবায়নের দায়ভার বর্তায়।

তিনি অর্ন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের দায়ভার তারা এড়াতে পারে না। তাই চুক্তি বাস্তবায়নে অর্ন্তবর্তীকালীন সরকারকেও এগিয়ে আসতে হবে। 

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ বছর পুর্তি উপলক্ষে সোমবার সকালে  রাঙামাটি জিমনেয়িাম মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক উ উইন মং জলির সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জেএসএস জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অরুন ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রুমেন চাকমা, গিরিসুর শিল্পীগোষ্ঠীর সভাপতি শ্রীমতি জয়তি চাকমা ইমু, জেএসএসের সহ ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
এসময় উষাতন তালুকদার আরো বলেন, শান্তি চুক্তি যেন বাস্তবায়িত হতে না পারে সেটি নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। ইউপিডিএফ একটি সন্ত্রাসী সংগঠন, তারা পাহাড়কে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে, নিরীহ জুম্ম জনগনকে নিপীড়ন করছে। 

সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৭ সনের ২রা ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও বেশীর ভাগ সরকারই চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি। ভুমি কমিশন কার্যকর করেনি, স্খানীয় পুলিশ নিয়োগ জেলা পরিষদে হস্তান্তর করেনি। বরং সরকার জুম্ম স্বার্থ বিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছে।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions