বিজয় দিবস ঘিরে এনসিটিএফ’র চিত্রাংকন প্রতিযোগিতা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বড় দিন উপলক্ষে দূর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পার্বত্য চট্টগ্রাম থেকে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে : এড: এয়াকুব আলী চৌধুরী বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি দীঘিনালায় স্বর্ণকুমার ত্রিপুরা হত্যা মামলার ২ আসামী গ্রেফতার করেছে দীঘিনালা থানা পুলিশ। গত শুক্রবার দীঘিনালা উপজেলার চাপ্পাপাড়া এলাকার ফিগিরিক চাকমার ছেলে জোনাল চাকমা(২৬) ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আসামী একই এলাকার বীরসেন ত্রিপুরা ছেলে তাতিময় ত্রিপুরা (৩৫) গ্রেফতার করা হয়।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জোনাল চাকমা ও সন্দিদ্ধ আসামী
তাতিময় ত্রিপুরাকে শনিবার বিকেলে গণধোলাই দিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তাদেরকে
প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে নেওয়া হয়। এখনো তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
উল্লেখ্য গত মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে নিহত স্বর্ণ কুমার ত্রিপুরার স্ত্রী মিতারানী ত্রিপুরা বাদী হয়ে থানায় ৪ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন।