দীঘিনালায় গুলিতে বাবুর্চি হত্যার ঘটনায় দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২৪ ০৮:৩৯:৩৫ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৯:২৩:২৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি দীঘিনালায় স্বর্ণকুমার ত্রিপুরা হত্যা মামলার আসামী গ্রেফতার করেছে দীঘিনালা থানা পুলিশ। গত শুক্রবার দীঘিনালা উপজেলার চাপ্পাপাড়া এলাকার ফিগিরিক চাকমার ছেলে জোনাল চাকমা(২৬) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আসামী একই এলাকার বীরসেন ত্রিপুরা ছেলে তাতিময় ত্রিপুরা (৩৫) গ্রেফতার করা হয়।


দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জোনাল চাকমা সন্দিদ্ধ আসামী তাতিময় ত্রিপুরাকে শনিবার বিকেলে গণধোলাই দিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সময় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে নেওয়া হয়। এখনো তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।    

 

উল্লেখ্য গত মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে নিহত স্বর্ণ কুমার ত্রিপুরার স্ত্রী মিতারানী ত্রিপুরা বাদী হয়ে থানায় জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত - জনকে আসামি করে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions