বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : শাকিল মরহুম রবিউল হক মেম্বার স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাঘাইছড়ি চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক কমিটি গঠন বান্দরবানে শিশু উন্নয়ন প্রকল্পের বাৎসরিক সমাপনী ও উপহার বিতরণ
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়ছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে দূর্গম এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে শারদীয় শুভেচ্ছা উপহার পৌছে দিয়েছে মহালছড়ি জোনের সেনাসদস্যরা।
১০ অক্টোবর (বৃহস্পতিবার) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের আওতাধীন এলাকায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে দুই শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বাঙালী ও পাহাড়িদের মাঝে শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি সেনা জোন। জোন অধিনায়ক লে: কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি ও সেনা ক্যাম্প কমান্ডারগণ এ উপহার সামগ্রী বিতরণ করেন।
পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত এর পাশাপাশি এধরনের উদ্যোগে সাধারণ মানুষ মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।