শনিবার | ২১ ডিসেম্বর, ২০২৪

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হলো শারদীয় দূর্গোৎসব

প্রকাশঃ ০৯ অক্টোবর, ২০২৪ ০২:৫৭:১৩ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৩:২৩:১৯  |  ২৫৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ষষ্ঠী পূজার মধ্যদিয়ে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হলো সনাতনী ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।

বুধবার ( ৯ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান জেলা সদরের কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় রাজারমাঠে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.মেহেদী হাসান। এসময় পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মনজরুল হক, বান্দরবান কেন্দ্রীয় দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ^র দাশ বিপ্লব, কেন্দ্রীয় মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সনাতনী ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
এসময় উদ্ধোধনী দিনে মঙ্গল প্রদীপ প্রজ্জলন শেষে ধর্মীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসব যাতে নির্বিঘেœ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা যায় সেলক্ষ্যে জেলার বিভিন্ন পূজামন্ডপে ও শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োজিত রয়েছে।

সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে জেলায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। এবারে বান্দরবান জেলায় ৩২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে সদর উপজেলায় ১১, লামা ৮, আলীকদম ৫, রুমা ১, রোয়াংছড়ি ১, থানচি ২ ও নাইক্ষ্যংছড়িতে ৩টি। 
বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জেলার ৩২টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী ও জেলা পুলিশ সহযোগিতা করছে।

আগামী ১৩অক্টোবর বিজয়া দশমীর পুস্পাজ্ঞলী শেষে সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions