বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : শাকিল মরহুম রবিউল হক মেম্বার স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাঘাইছড়ি চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক কমিটি গঠন বান্দরবানে শিশু উন্নয়ন প্রকল্পের বাৎসরিক সমাপনী ও উপহার বিতরণ
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে গেল ১ অক্টোবর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা।
মামলায় ১০ জনের নাম উল্লেখসহ ৫ শতাধিককে অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
প্রসঙ্গত, গেল ১ অক্টোবর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে সোহেল রানাকে অধ্যক্ষের কার্যালয়ে অবরুদ্ধ ও পরে গণপিটুনি দিয়ে হত্যা করে পাহাড়ী শিক্ষার্থী ও বহিরাগতরা। এ ঘটনায় পৃথক আরও দুইটি মামলা হয়েছে।