শনিবার | ২১ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে গণপিটুনিতে শিক্ষক নিহতের ঘটনায় মামলা

প্রকাশঃ ০৬ অক্টোবর, ২০২৪ ০৩:০৯:৪৪ | আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ০২:২৫:৩৯  |  ৮৬২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে গেল অক্টোবর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা। 

 

মামলায় ১০ জনের নাম উল্লেখসহ শতাধিককে অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। 

 

প্রসঙ্গত, গেল অক্টোবর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে সোহেল রানাকে অধ্যক্ষের কার্যালয়ে অবরুদ্ধ পরে গণপিটুনি দিয়ে হত্যা করে পাহাড়ী শিক্ষার্থী বহিরাগতরা। ঘটনায় পৃথক আরও দুইটি মামলা হয়েছে।

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions