সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “ শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে র্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একআলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় র্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, চাই থোয়াইহলা চৌধুরী, বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক বিপন চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, জেলা শিক্ষা অফিসার মোঃ ফরিদুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান সহ বিভিন্ন বিদালয়ের শিক্ষক ও শিক্ষিকারা।
এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। প্রত্যেক অভিভাবক ও শিক্ষককে শিক্ষার্থীদের সাথে ভালো আচরণ করে লেখা পড়ায় মনোযোগী করাতে হবে। এছাড়াও যে জায়গাগুলোতে শিক্ষার্থীদের আবাসিক হোস্টেল প্রয়োজন সেখানে উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে আবাসিক হোস্টেলের ব্যবস্থা করা হবে।