রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি লামায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই পাহাড়ী পল্লীর ১৭ বসতঘর
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পাহাড়ে স্থায়ী শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা অনন্য-অসীম। তাঁর সদিচ্ছাতেই গত পনের বছরে বছরে পাহাড়ের পরতে পরতে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের নতুন নতুন ক্ষে সৃষ্টি হয়েছে। উচ্চশিক্ষার পথ ক্রমশ: প্রশস্ত হচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতেই সাত জানুয়ারি নৌকায় ভোট দিয়ে আবারও তাঁকে সরকার গঠনে সহযোগিতা দেয়া প্রয়োজন।
মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি শহরের গোলাবাড়ি-খবংপুড়িয়া-মহাজনপাড়া এলাকায় বিভিন্ন পথসভায় এসব কথা বলেন, খাগড়াছড়ির দুইবারের সংসদ সদস্য এবং দ্বাদশ নির্বাচনে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
তিনি বিএনপি-জামাত’র উদ্দেশ্যে বলেন, তারা আন্দোলনের নামে আগুনে পুড়ে মানুষ মারছে,সাংবাদিক নির্যাতন করছে, পুলিশ পিটিয়ে মারছে, রেল লাইনে আগুন দিচ্ছে,পাটাতন উপড়ে ফেলছেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশের অনেক ক্ষতি হয়েছে। সে ক্ষতি আর হতে দেওয়া যাবেনা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, সাবেক সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, শিক্ষাবিদ ধর্মরাজ বড়ুয়া, প্রবীন সমাজ সেবক পুরুষোত্তম চাকমা, উপজেলা চেয়ারম্যান শানে আলম , সহ- সভাপতি মনির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রবীন সমাজকর্মী রবিশঙ্কর তালুকদার, অমৃতলাল ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, পৌর আওয়ামীলীগের সা. সম্পাদক পরিমল দেবনাথ, পৌর কাউন্সিলর অতীশ চাকমা, ধীমান খীসা, তরুণ সমাজকর্মী নোভেল চাকমাসহ উপজেলা- পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।