রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি লামায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই পাহাড়ী পল্লীর ১৭ বসতঘর
৩১ ডিসেম্বর রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার মহালছড়ি সরকারি কলেজ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, ২৯৮ নং খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভিন খানম'র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের রির্টানিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সহ ভোট গ্রহন কর্মকর্তারা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম ও খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান বলেন, 'নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেউ নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি'।