নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির পানছড়িতে অটোরিক্সা ও প্রাইভেট জীপের মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক নিহত হয়েছে। সোমবার বিকেল ৩ টার দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পুরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালকের নাম জানা যায়নি। এ ঘটনায় প্রাইভেট জীপ চালক ডা. রাজেন্দ্র ত্রিপুরা আহত হয়েছে। পানছড়ি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয় হতাহতদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ, ডা. রাজেন্দ্র ত্রিপুরা খাগড়াছড়ি সদর হাসপাতালে কর্মরত। এর আগে একাধিকবার তিনি নিজে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছেন। অভিযোগ আছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর।