নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে যুব নেতৃত্ব ও জলবায়ু সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলা স্কাউট ভবনে ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন - ইপসা ও ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ আয়োজন করে হিউম্যানিটি ওয়েলফেয়ার এসোসিয়েশন।
গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে প্রশিক্ষণটি শুরু হয়ে শেষ হয় বুধবার (২০ ডিসেম্বর) বিকালে। এতে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন কমিউনিটির ২৫ জন যুব সদস্যরা অংশ নেয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন হিউম্যানিটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রশিক্ষক দুলাল হোসেন, দিদারুল আলম রাফি ও রবিউল ইসলাম।
প্রশিক্ষণ পরবর্তী সময়ে যুব সদস্যরা দলগতভাবে তাদের নিজেদের কমিউনিটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় নির্ধারণ করে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করবে।