শুক্রবার | ২৭ ডিসেম্বর, ২০২৪
মহালছড়ির প্রত্যন্ত জনপদে কুজেন্দ্র লাল ত্রিপুরা

উন্নয়নকে এগিয়ে নিতে বিএনপি-জামাতের সন্ত্রাস প্রতিহত করতে হবে

প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২৩ ০৩:২৭:০০ | আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ ০৯:৪২:১৬  |  ৫৫১

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে নৌকা প্রার্থীর সমর্থনে প্রচার প্রচারণা শুরু হয়েছেমঙ্গলবার দুপুরে জেলা সদরের বেতছড়িমুখ এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। 

 

এরপর তিনি জেলার মাইসছড়ি মহালছড়ির পথে পথে পথসভা অনুষ্ঠিত হয়এসময় প্রার্থীকে  স্থানীয় বাসিন্দারা ডাকঢোল বাজিয়ে প্রার্থীকে বরণ করেনএসব পথসভায় বিপুল পাহাড়ি-বাঙালি নারী-পুরুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো

 

প্রচারণাকালে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালে শান্তিচুক্তি হয়েছিল। তারপর থেকে পাহাড়ে শান্তি প্রক্রিয়ার অগ্রগতির সাথে সাথে উন্নয়নের ধারাবাহিকতাও অব্যাহত আছে

 

এই উন্নয়ন তৎপরতা পাহাড়-সমতলেও এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামাত দেশের অগ্রগতিকে নস্যাৎ করতে আবারও জ্বালাও- পোড়াও সন্ত্রাস শুরু করেছে। তাদেরকে প্রতিহত করে শেখ হাসিনাকে সরকার গঠনে সহযোগিতা করায় দেশপ্রেমিক মানুষের দায়িত্ব

 

প্রচারণাকালে প্রধান নির্বাচনী এজেন্ট চাইথোঅং মারমা, জেলা আওয়ামী লীগের সা. সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, আওয়ামীলীগ নেতা নীলোৎপল খীসা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল, মহালছড়ি ভাইস- চেয়ারম্যান জসিম উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, হেডম্যান কার্বারিরা উপস্থিত ছিলেন 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions