বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে মারমাদের সাংগ্রাইং উৎসব শুরু

প্রকাশঃ ১৪ এপ্রিল, ২০১৮ ০৯:০৫:২২ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৮:১৫:২৮  |  ১১৭৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার থেকে শুরু হয়েছে মারমাদের সাংগ্রাইং উৎসব। বেলা ১১টায় খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদের মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে চারদিন ব্যাপী সাংগ্রাইং উৎসবের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রি: জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংগ্রাইং উৎসবের উদ্বোধন শেষে মঙ্গল শোভাযাত্রা বের করে খাগড়াছড়ি শহর প্রদক্ষিণ করা হয়। উৎসবের প্রথম দিনে পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদ মাঠে ঐতিহ্যবাহী জলকেলীসহ বিভিন্ন খেলাধূলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
মারমাদের সাংগ্রাইং উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের পাশাপাশি স্থানীয়রা ভিড় করেছেন।
সাংগ্রাইং উৎসব ছাড়াও ত্রিপুরাদের বৈসু মা উৎসব আজ। ত্রিপুরা পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions