নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফ এর ডাকা সড়ক অবরোধের কারনে অন্যান্য জেলা-উপজেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মহালছড়ি উপজেলা।
সংগঠনের ৪ নেতাকে
হত্যার প্রতিবাদে পুরো খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফ এর ডাকে সকাল-সন্ধ্যা সড়ক
অবরোধ চলছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউপিডিএফ এর ডাকা অবরোধের কারণে সকাল থেকে মহালছড়ি উপজেলার আন্ত: সড়কগুলোতে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে দিয়েছে পিকেটাররা।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, অবরোধ চলাকালীন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।