নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। মহালছড়ি থানার যোগদানকৃত নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহালছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
১৮ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ টার সময় মহালছড়ি থানার ওসির কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন সাংবাদিকবৃন্দ। এসময় মহালছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক মিল্টন চাকমা(কলিন), মিল্টন চাকমা ও শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
সাক্ষাতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও জুয়া খেলা বন্ধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মহালছড়ি উপজেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স সহ জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের পরিচালিত অভিযান অব্যাহত থাকার কথা পূর্ণব্যক্ত করেন নবাগত ওসি মো. নাসির উদ্দিন বলেন, উপজেলার জনসাধারণের নিরাপত্তা বিধানে পুলিশের তরফে সব ধরনের ব্যবস্থাদি অব্যাহত রয়েছে। তার কর্মকালীন সময়ে মহালছড়িতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পুলিশের ইতিবাচক ভূমিকা গুলো গণমাধ্যমে তুলে ধরে পুলিশ বিভাগকে উৎসাহিত করতে তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান।
এসময় সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে পুলিশ বিভাগকে সব ধরনের সহযোগিতা করবেন বলে অভিমত ব্যক্ত করেন।