শুক্রবার | ২৭ ডিসেম্বর, ২০২৪

সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি ইউপিডিএফের

প্রকাশঃ ১৫ ডিসেম্বর, ২০২৩ ০২:৩৭:২১ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৩:৪৬:৪৯  |  ৭৪৯

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)এর সহসভাপতি নতুন কুমার চাকমা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারী করা সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞাকে সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী ও গণবিরোধী আখ্যায়িত করে অবিলম্বে এই ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।


এই ঘোষণা সরকারের চরম ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ আখ্যায়িত করে আজ ১৫ ডিসেম্বর ২০২৩, শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের সভা সমাবেশের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায্য দাবি তুলে ধরার অধিকার রয়েছে।


যারা নির্বাচনের অজুহাতে জনগণের এই অধিকার ক্ষুণ্ণ করতে চায় তারা জনগণের বন্ধু হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions