নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)—এর সহসভাপতি নতুন কুমার চাকমা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারী করা সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞাকে সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী ও গণবিরোধী আখ্যায়িত করে অবিলম্বে এই ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এই ঘোষণা সরকারের চরম ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ আখ্যায়িত করে আজ ১৫ ডিসেম্বর ২০২৩, শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের প্রত্যেক নাগরিকের সভা সমাবেশের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায্য দাবি তুলে ধরার অধিকার রয়েছে।’
যারা নির্বাচনের অজুহাতে জনগণের এই অধিকার ক্ষুণ্ণ করতে চায় তারা জনগণের বন্ধু হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।