শুক্রবার | ২০ সেপ্টেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে বিএনপির অবরোধে পরিবহনে আগুন, গাছ কেটে ব্যারিকেড

প্রকাশঃ ০৫ নভেম্বর, ২০২৩ ০২:০৮:৫০ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৯:০৭  |  ৫৩৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচিতে খাগড়াছড়িতে পরিবহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরোমাইল টিলা এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়। এতে পিকআপের সামনে অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ভোর থেকে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙা ও দীঘিনালা সড়ক সহ বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে পিকেটাররা। ভোরে নৈশকোচ গুলো নিরাপত্তা প্রহরায় খাগড়াছড়ি পৌঁছায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহল রয়েছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও খাগড়াছড়ি শহর ও অভ্যন্তরীণ সড়কে গণপরিবহন চলাচলা স্বাভাবিক রয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা করে একটি পক্ষ জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীরা চাইলে পুলিশ পাহারায় পণ্য ও যাত্রী পরিবহন স্বাভাবিক রাখা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।  

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions