রবিবার | ২২ সেপ্টেম্বর, ২০২৪

বান্দরবানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২৩ ০৩:৪১:৩৮ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪৮:৫৪  |  ৪৭৮

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এক ফার্মেসিকে হাজার ৫শত টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো: রেজা। 

 

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি  উপজেলার চাকঢালা  বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। 

 

সহকারী কমিশনার(ভূমি)শামসুদ্দিন মো: রেজা  বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চাকঢালা বাজারের ইউছুপ ফার্মেসিকে দুই হাজার পাচঁশত  টাকা জরিমানা করা হয়, জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

 

অভিযানে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী, সদর থানা পুলিশ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন   

 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions